
Job
মাইক্রজব সাইট গুলো থেকে অনলাইনে আয় শুরু করুন
বর্তমানে কে না চাই অনলাইনে আয় করতে?অনেকে আছেন যারা শুধূ শুনেই গেছেন ১ টাকাও আয় করতে পারেননি।যারা এখনও পর্যন্ত ১ টাকাও আয় করতে পারেননি তাদের জন্য এই পোস্ট।অনলাইনে আয়ের জন্য বড় মার্কেট প্লেস হল ওডেস্ক,ফ্রীল্যান্সারডটকম ইত্যাদি।আমার অবশ্য ফ্রীল্যান্সারডটকম বেশি পছন্দ।যায় হোক,আজ আমরা দেখব মাইক্রজব সাইট গুলো থেকে কিভাবে আয় করতে পারবেন।
মাইক্রজব কি?
মাইক্রজব হল খুব ছোট ছোট কাজ এবং খুব অল্প সময়ের মধ্যে সম্পন্ন করা যায়।এ ধরনের কাজের জন্য কোন প্রফেশনাল স্কিল করকার হয় না।যেমন ধরেন ফেসবুক ফ্যান পেজে লাইক দেওয়া,বিজ্ঞাপনে ক্লিক করা,ভোট দেওয়া,কোন সাইটে এ্যকাউন্ট খোলা ইত্যাদি।
যা যা দরকার?
প্রথমত ইন্টারনেট কানেকশন ,নতুন একটা জিমেইল এবং একটি আল্টারপে এ্যকাউন্ট ।নতুন জিমেইল কারণ হল প্রুভ করার সময় অনেক সময় মেইল এ্যড্রেস লাগে।
কিভাবে কাজ করবেন?
আমরা নিছে কিছু মাইক্রজব সাইটের ঠিকানা দিয়েছি এর মধ্যে কমপক্ষে ৫টি সাইটে এ্যকাউন্ট খুলুন।যে কোন ১ টা সাইটে কাজ করে আপনার পোষাবেনা তাই প্রতিটা সাইট থেকে যদি ২ ডলার করেও আয় করতে পারেন তাহলে ৫ টি সাইট হতে দিন ১০ ডলার এবং মাসে ৩০০ ডলার আয় করতে পারবেন।
মাইক্রজব সাইটের লিস্টঃ
- deshiworker.com
- centworkers.com
- microjob.co
- jobboy.com
- centworkers.com
- minuteworkers.com
- microworkers.com
- shorttask.com