Apps

‘লাইফস্টেজ’ নামের নতুন অ্যাপ আনল ফেসবুক

Posted at August 24, 2016 | By : | Categories : Apps | 0 Comment

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক নিয়ে এসেছে ‘লাইফস্টেজ’ নামের নতুন একটি আইওএস অ্যাপ্লিকেশন। কিশোর-কিশোরীদের কথা মাথায় রেখে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। এই অ্যাপ মূলত ভিডিও ভিত্তিক একটি অ্যাপ।

New facebook apps Laiphasteja

Laiphasteja App

এতে সব ব্যবহারকারীকে ভিডিও প্রোফাইল তৈরি করতে হবে। আর অ্যাপটি যিনি তৈরি করেছেন তিনিও বয়সে কিশোর। এ খবর জানিয়েছে বার্তাসংস্থা আইএনএস ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চ।

অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে বয়সের সীমা রাখা হয়েছে। সর্বোচ্চ ২১ বছর বয়সীদের কথা মাথায় রেখে লাইফস্টেজ অ্যাপটি তৈরি করা হয়েছে। এ ছাড়া এর চেয়ে কমবয়সীরা তো অ্যাপটি ব্যবহার করতে পারবেনই।

১৯ বছর বয়সী মাইকেল সায়মন তৈরি করেছেন অ্যাপটি। ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন তিনি। দুই বছর ধরে কাজ করে অ্যাপটি তৈরি করেছেন তিনি। সায়মনের সঙ্গে অ্যাপটি তৈরির দলে আরো ছিলেন তিনজন ইঞ্জিনিয়ার ও একজন ডিজাইন কন্ট্রাক্টর। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি এমন একটা অ্যাপ তৈরি করতে চেয়েছিলাম যেটা আমার বয়সীদের জন্য মানানসই।’

মূলত স্কুলগামী শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই অ্যাপটি তৈরি করা হয়েছে। এতে বিভিন্ন স্কুলভিত্তিক কমিউনিটি পেজ তৈরি করা যায়। স্কুলের শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারে ভিডিও প্রোফাইলের মাধ্যমে। এ ছাড়া অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের সঙ্গেও অ্যাপটির মাধ্যমে যোগাযোগ করতে পারবে শিক্ষার্থীরা।

তবে ২২ বছর বয়সী বা এর বেশি বয়সীরা অ্যাপটির সব সুবিধা পাবেন না। তারা শুধু নিজেদের অ্যাকাউন্ট খোলার সুযোগ পাবেন কিন্তু অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। অ্যাপটি চালু করার পর সেখানে নিজের স্কুলের নাম দিতে হবে শুরুতেই। তবে একসঙ্গে একই স্কুলের ২০ জন ব্যবহারকারী পাওয়া না গেলে স্কুলের নামের গ্রুপ চালু হবে না। অ্যাপটিতে সাইন আপ করার জন্য ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। সেই অ্যাকাউন্ট দিয়েই অ্যাপটিতে সাইন আপ করা যাবে।

Src:www.ntvbd.com

Comments are closed.