
Tips and Tricks
টরেন্ট কি এবং কিভাবে এর থেকে ডাউনলোড স্পিড বাড়ানোর যায় ?
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা টরেন্ট এর সাথে এখনো অপরিচিত, আবার অনেকে পরিচিত। আমাদের বেশির ভাগ টরেন্ট সম্পর্কে তেমন কিছু জানি না। আবার অনেকে আছে জানে, কিন্তু টরেন্ট কিভাবে কাজ করে তা জানেনা। সকলের জন্যই আমাদের আজকের এই পোস্ট।
আমরা জানবো, টরেন্ট কি ?
টরেন্ট হলো একটি কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটারে ডেটা আদান প্রদানের একটি মাধ্যমে যা Seed এবং Leech এর মাধ্যমে হয়ে থাকে। আমরা যখন ইন্টারনেট থেকে কোন ফাইল ডাউনলোড করি , তখন তা কোন সারভারে আপলোড থাকে। আমরা সেখান থেকে ওই ফাইল টা ডাউনলোড করি। আমরা Share it এর কথা চিন্তা করতে পারেন। Wifi এর মাধ্যমে Share it এ ডেটা আদান প্রদান হয়ে থাকে। আর ইন্টারনেট এ ইন্টারনেট কানেকশন এর মাধ্যমে হয়ে থাকে।
কিন্তু মজার বিষয় হলো টরেন্টে কোন ফাইল আপলোড করা থাকে না। টরেন্টে শুধু এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডেটা ট্রান্সফার বা রিসিভ এর কাজ করে। তেমনি টরেন্টে দুইটি বিষয় রয়েছে। একটি হলো Seeder (Uploader) এবং অন্যটি হলো Leechers (Downloader).
কিভাবে টরেন্ট থেকে ডাউনলোড স্পিড বাড়ানোর যায় ?
টরেন্ট থেকে কিছু ডাউনলোড করলে আপনার কম্পিউটার বা মোবাইলের যে ফোল্ডারে ফাইলটা ডাউনলোড হবে, সেই থেকে ফাইলটা যদি না সরিয়ে নেন , তাহলে আপনিও হয়ে যাবেন Seeder। অর্থাৎ আপনার কম্পিউটার/মোবাইল থেকে অটোমেটিক ফাইল আপলোড হবে যখন এই ফাইল টা অন্য কেউ ডাউনলোড দিবে। মনে করুন আপনি টরেন্ট থেকে একটা ফাইল ডাউনলোড করবেন। সেখানে লিখা থাকবে seeders কত জন এবং leechers কত জন। Seeders বা আপলোডার বেশি হলে টরেন্ট সেই ফাইলকে শত শত ভাগে ভাগ করে দেয় এবং একেক কম্পিউটার থেকে একেক অংশ ডাউনলোড (Leech) হয়। এজন্য যে ফাইলে Seeder বেশি দেখবেন, সেটায় স্পিড ও বেশি পাবেন (সম্ভাবনা বেশি)। এই ছিলো টরেন্ট এর মূল বিষয়।
আপনার প্রয়োজনীয় যেকোন ফাইল ডাউনলোড করার আগে Seeders এবং Leechers দেখে নিবেন। এগুলো বেশি হলে ফাইল ডাউনলোড এর স্পিড ও আশা করি বেশি পাবেন। এছাড়াও কিছুটা নেট কানেকশন এর উপরেও ডিপেন্ড করে।
আমাদের পোস্টি ভালো লাগলে, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। কোনো বিষয়ে প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।